উড়ল কিছু খড়কুটো
বাতাসে ঘন ধুলো ,
খোলা-খপ্পর, চালা ওড়ে
ম’ল গরীবগুলো !
জ্ঞানীরা বলেন, নিম্নচাপ
ঝড়-ঝামটা হবে ,
সাবধান হও নিজের নিজে
বাঁচতে গেলে ভবে ।


মানুষে করে না, এমন ঝড়
অদৃশ্য কোন শক্তি ,
গদি পেলেই যেমন তেমন
করিও তারে ভক্তি ।
অন্য দেশের খবরা খবর
ধরো না ভোটে মনে ,
আস্থা নিয়ে ভজন-পূজন
এটুকু মান জ্ঞানে ।


নিম্নচাপের সহ্যতে মন
কর তৈরী সত্বর ,
উত্থান পতন এর মধ্যে
ভোটে ঘটে জবর ।


(ইং-১৪-০৫-২০১৯)
*-নিম্নচাপ > ভোটকাল ,ঝড় > দুর্ঘটনা, (মানুষের সৃষ্ট,) জবর > খুব ।