মাতালহাতি দন্ত উঁচিয়ে, বন-জঙ্গল চিরে
মত্ততালে, দু’পায়ে দলে, মেদিনী পরে ঘোরে ,
নেই করুণা, দয়া-মায়া, , ধ্বংস যেন মাথে ,  
বিনা চিন্তায়, লণ্ডেভণ্ডে, ছারখার কর্মে মাতে ।


সভ্য সমাজের হাতির হ’লে এমত অবস্থান
জগৎ মাঝে স্বপ্নরা যে দেখাবে না তার মান ।
ভাল পড়ে জ্বালায় ! মন্দ তারস্বরে আর্তনাদ ,
সাধু-যোগী , ধর্মী-অধর্মী, যাবে না তারা বাদ ।


কালোমেঘের ঘনঘটা, বৃদ্ধি ঘন্টাধ্বনি, প্রার্থনা ,
জটলা জ্ঞানীর চিন্তাঘন জল্পনায় আনমনা ।
সদ্য জাগা বীর গোপনে, ছাড়ে শূন্যে হুঙ্কার -
ধ্বংসে পাগল !তবু চায় না ক্রান্তি, প্রতিকার ।


(ইং-২০-০৭-২০১৯)