হ’লে মাথা খারাপ তারে বলে পাগল ,
উত্তম ও বমন করে কতই না গরল !
সবের মধ্যে কিছু গুণ অপগুণ- কলুষ ,
খারাপ ভাল মিলে মিশে প্রকৃত মানুষ ।


কম্বলের রোঁয়া বাছা,- বাঁচে না কম্বল
ঠগ বাছলে পুরো গাঁ একেবারে অচল !
ফোঁকলা দাঁতে কিছু কথা হয় না স্পষ্ট ,
হাবভাব সবে বোঝে, যদিও হয় কষ্ট ।


জেলে, কত আবার কত, টানিছে ঘানি
তারা সজাগ-সুচতুর পাগল নয় জানি ,
বড়ো বড়ো পলাতক, বিদেশেতে পাড়ী
ছিল খ্যাতি, ধন- প্রতিপত্তি, গাড়ী-বাড়ি ।


(ইং-০৩-১২-২০১৯)