জন্ম থেকে মরা অবধি
বাঁচার সাধ, মন যে- রংধনুষ ,
কর্ম করেই জীবিত মানুষ ।
ঈশ্বর বা প্রকৃতি, চাবুক মারে
সর্ব ঋতুতে নির্দয়ে, সমহারে ,
অনেক অনেক মান্য করি তাঁরে ।
সব ধর্মে একই জ্বর -
আমরা বলি করায় ঈশ্বর ,
পাতাও নড়ে না, বিনা ইচ্ছা তাঁর ।
পাপের ঔষধ ! ডাকা ভগবান ,
সে ডাক অসাড় করা ইন্জেক্সন ;
ভাবুক হয়ে মেলে পরিত্রাণ ।
অন্যদিকে তার ভাল দিনক্ষণ
সে লুটেরা, ব্যভিচারী, খুনী জন ,
সমাজের বুকে তারাই পায় যতন !
(০৫-০৭-২০২৫)