স্বচ্ছল গৃহে জন্ম পেয়ে -
ভাবনা কায়দা কি !
যখন-তখন আহার কালে ,
পায় যে দর্শন ঘি !


কাজে ফাঁকি, পড়ায় ফাঁকি ,
চেহারা নধর কান্তি ;
চায়ের পেয়ালায় তুফান তুলে
সেখানে আনে ক্রান্তি !


লেপের নীচে, শুয়ে-শুয়ে -
সারাক্ষণ যার জল্পনা ,
আকাশ পাতাল এক করে ,
স্বপ্ন-বিভোর কল্পনা !


রাজার রাজা, সম্রাট হবে -
জীবনে চায় প্রতিষ্ঠা ,
সন্ধ্যা হলেই, মধুশালায় -
মিটাতে মনোতেষ্টা ৷


দেশকে নিয়ে মহা চিন্তা -
বতল-পানীয় গিলে ,
গরম-গরম ভাষণ দেয় -
নেশাতুর চোখ মেলে !


সুযোগ পেলে, মোড়ে বসে ,
জ্বালে, জ্ঞানের বাতি -
আমার পথে সবাই এসো ,
পাইবে উত্তম গতি !

(ইং-৩১-১০-২০১৭)