গর্ব-অহম্-স্বার্থপরতা, বোঝে না ভালো  
ক্ষয়ে ,সময়-ধন-পরিশ্রম, সুখ ত্যাগীজন
কত জনে কত ভাবে জগৎ করে আলো ,
হাতে একতারা বাউল সুরসাধনায় যতন ।


কারো ক্ষীরসাগরে অবগাহন সুখ আর সুখ
অনাথ-আতুর প্রতি অজানা দারিদ্র্য জীবন
ঠাহরে পায় নি আজো, কি কারণ সে দুখ্ ,
উপরে বোঝে রত্নেপাটা, সিন্দুক ভরা ধন ।


মানব মন সদা জাগ্রত জ্ঞানগরীমায় ভরা
উন্নততর সূক্ষ্ম চিন্তন, সততামুখী পরাণ ,
সব ভোলে তবু মূল্যরে ভোলে না তারা
অভিজ্ঞ সুকৃতি সুজনে দিতে মানসম্মান ।
জগৎধারা তাই মহাঝঞ্ঝাঝড়ে রয় টিকে
সত্য নয় লয় চেষ্টায় ,হাজারো উজবুকে ।


(২৫-১২-২০২০)
উজবুক > বুদ্ধু, বোকা ।