অশেষ আত্মত্যাগে দেশ স্বাধীন-
আলয়ে আসে না আজ ও সুদিন !
কি সে কারণ, হ’ল না সমীক্ষা ,
জাগ্রত হয় না জনহিত প্রথা !
বাঞ্ছা, উন্নততর, মোর দেশ-
সুখ সমৃদ্ধি- ভরা, গণবেশ ।


দেশ, সে পার করে,বহুকাল -
আজও দুঃখে ভরা আর্তর ভাল ।
চাতকসম যেদিকে সে তাকায়-
পুকুর খালবিল শুখিয়ে যায় !
নেতার সকাশে মিনতি জানায় ,
ফেরে প্রতিবার,-সে নিরাশায় !


গরীব নাকি, উদয়ে পঙ্গপাল ,
আলসে জীবন, তালে বেতাল !
অবুঝ, হিতাহিতের প্রকৃত মান -
পাল্টা দেয় না নেতারে প্রতিদান !
দানেতে দান, তবেই উন্নয়ন -
দাও দান দাতারে মনোমতন,
এভাবে ঘুষে মিটিবে কিছু স্বপ্ন -
দিয়ে-নিয়ে ক্ষণিক হও ধন্য !


বাকি আশারা, মোড়কে থাক -
আগে পরের-ভোটে দেখা যাক।
এখন নেতাকে ডাকাটা অসার ,
তিনি পদে মশগুল, অতি শ্রীধর !
ফুর্সৎ নেই আখের গোছাতে -
এখন অবস্থান, স্বার্থে মেতে ।


(ইং-১৪-০১-২০১৮)