সজাগ কায়া, সে দেয় যে নিদর্শন ,
দেশই উজাগর করে, সমাজ-দর্পণ !
নিখুঁত চেহারা, সম্মুখে অবতরিত-
বোঝার আছে, প্রয়োজনে- যতো ।


দিগন্ত ব্যাপীয়া অসময় কুয়াশা ,
সমাজে ভরিলে ব্যাভিচার, নেশা ;
বাড়িলে অত্যাচার, শিশু , নারী ,
ভরিলে শহর-গঞ্জে, ঘোর ভিখারী !
যুবকের যাতনা, কর্মহীনে বাড়া -
হ´লে জনতার দশা, গোবেচারা !


নেই আলোড়ন, সমাজ মাঝে -
আসে না সুফল ,কোন কাজে !
দর্পণের দৃশ্যরূপ ঘনমসীসমা !
নয় ধৌতে, পারদ-জলে কমা ।
আদর্শ নীতি হোক না জমা
মাত্র নিষ্ফলা,সবি রূপ, উপমা ।


অজস্র-বিভূতির, যদিও সংসাধন -
সে অমূল্য রতন, শূন্য মতন ।
দর্শনে দর্পণে, দেখা যতো ফল ,
একদা, শিরোপর গড়াবেই জল !


(ইং-১১-০২-২০১৮)