দু’টি ইঁদুর শীতের প্রভাতে
লুটোপুটি খায় চরে
অমাপা ধন সামনে মেলে
কেমনে সব সারে ?


একটা ইঁদুর গর্তে ভরে
যতো বাসনা তার
অপর ইদুর গাছে তোলে
করে ভাল যোগাড় ।


ভাবল ওরা, জনম জনম
সুখে বসে খাবে
ছা-বাচ্চা পরিবার ক্রমে  
দিব্যি উৎরে যাবে ।


আসল ঝড় কালবৈশাখী
ভাঙল গাছের গোড়া
ইঁদুরের জমা ধন-সম্পদ
সবই ছন্ন ছাড়া ।


আষাঢ়ে আসে ভরা বন্যা
ভূমি হয় জলাময়
ইঁদুরের পরাণ আর বাঁচে না
গর্তের ধন- লয় ।


(৩০-১২-২০২০)