ঝঞ্ঝা-ঝড়,বন্যা, খরা, যদিও প্রখর,
নয় বাধা, পেতে লাভের সুখবর ৷
উত্থান-পতন, হারা- জেতা -
ভাবনায় টাকার, নেই মাথা ব্যথা !
আসুখ না সেথা মহাপ্রলয় -
নেতার দলের তহবিল হবেনা ক্ষয় !
রাজনৈতিক দল মজবুত স্থির
তার আয়ের পথ সদা সুস্থির ,
ফাণ্ডের টাকা, ‘মা-লক্ষ্মীর ঘট’-
বেড়ে বেড়ে হয়, রূপে বিকট !


শতকরা ছ’শতের উপর বৃদ্ধি ,
আহা, অপরূপ !তার সম্বৃদ্ধি ৷
এ না হলে উন্নত ? মজবুত, দেশ !
তারা খুঁজে পায়না, জনতার ক্লেশ !


দীর্ঘ বছর ধরে ,মনোমত করে ,
জনতার পয়সা ‘ভোট-জুয়ায়’ হারে ৷
আবহমান কাল ধরে, সাকারে ,
আদা-জল খেয়ে, গোলা ভরে ;
ওরা নির্ভয় ! নাই ছটাক বিরাম -
ধনজড়ো বোঝে তারা, মুখ্যকাম ৷


মুখে বুলি ,সৎ হও-সবে -
তবেই দেশে- মঙ্গল- হবে !
ছাড়িয়া মায়ার নিছক চিন্তন-
কর হরি নাম ,সংকীর্তন ৷
দেশ সেবায় হও রত -
মোরা আখের গোছাব, সাদ্ধ মত !


(ইং-২৩-১০-২০১৭)
(এ ডী আর) , এর রিপোর্ট অনুযায়ী ‘ভাজপা’ পার্টীর ফাণ্ডের টাকা দশ বছরে বেড়ে হয়েছে টাকা-১২৩-কোটি থেকে ৮৯৩-কোটি ৷ আর ‘কংগ্রেসের’ বেড়ে হয়েছে ১৬৭-কোটি থেকে ৭৫৮-কোটি ৷ (স্রোত- পেপার- “পত্রিকা” সম্পাদকীয়, ইং-২১-১০-২০১৭)  ৷ আর দু’নম্বরী আয় -???............