কেহ প্রাণ দিতে পারে না, হ’লে গত
নিতে পারে ষখন তখন ;
সেবিয়া, সার কথা জানায় ‘দেবদত্ত’
আহত হাঁস পায় জীবন ।
সে অতীত কথা, ভাবা যায় না আজ !
সে জ্ঞান উদাহ যেন নাই ;
শিক্ষা দীক্ষায় অধর্ম স্বভাব, কথাকাজ ,
অহরহ বৃদ্ধি পায় কসাই !


গত আড়াই হাজার বর্ষ, এই ভারতে
মহামানব আসেন ত্রাণে ;
তারি প্রতিফল, অহিংসা ও সুকর্মতে ,
আলো জ্বলে কোণে-কোণে ।
এমন দেশটা কোথাও নেই ,ত্রিভূবনে ,
মূর্খ জানে না মহত্ত্ব তার ;
নানা ধর্মীর সহাবস্থান একত্রে সুখসনে ,
ভাইচারা বন্ধুত্বের সংস্কার ।


তবু অসাধু , ধূর্ত-চতুর ,নীচ-ভণ্ডভক্ত ,
এ ভারতে স্বার্থে ভরে ;
ওরে ! ক্ষান্ত দে, হস্ না হিংসায় মত্ত ,
নিস না আর প্রাণ কেড়ে !


(ইং-১৭-০২-২০১৯) ।