আজ, কৃষক আন্দোলনের পঞ্চাশতম দিন ,
লেখা রবে স্বাধীন ভারতের ইতিহাসে
এ নয় শুভদিন ।
সরকারী খরিদ উদাহ হলে- মনমানি হবে বিস্তর ,
আইনের কথা, যে কেহ বোঝে
এ নীতি নয় সুখকর ।


বেসরকারী হাতে ব্যবসা চালিত
মুনাফার সুযোগ প্রতিপালিত -
পদে-পদে জনতার ভাগ্য অবহেলিত
কর্মীর মানসম্মান সবসময় হয় পদদলিত ।
কেন সরকার চায় না দায়িত্ব নিতে ?
তাঁর কুপ্রচেষ্টা সব অধিকার যাক নিজ হিতে ।


এ নিয়ে করা বিরোধ-ধর্ণা আন্দোলন ,
সরকারী ভাষায়, 'শত্রুতা- দেশাচরণ' !
জনতন্ত্র দেশে শাসক হবে উদার -
কৃষিনীতি নিয়ে চাই সঠিক বিচার ।


খরিদ > কেনাকাটা । বিস্তর > অনেক । মনমানি > স্বেচ্ছাচার ।
(১৪-০১-২০২১)
সুধী জনে শুভমকর সংক্রান্তির অশেষ অশেষ হার্দিক শুভেচ্ছা, শুভকামনা জানাই ।