সর্বদা ভয়ে আর্তর- খাঁচা ছাড়া প্রাণ
বাঁচায় উপায় খোঁজে, সুরক্ষায় ধ্যান ,
যাদের দাঁত-নখ-থাবা, বাহুবল কম
চাই সংঘবদ্ধতা ,বাঁচা-মরায় ধরম ;
তাদের মুখ্য হাতিয়ার একতা মূলধন ,
উপায় খুঁজে পায় দামী বাঁচার সাধন ।


একতাই শক্তি , অনেক জীবে তাই
পিঁপড়ে, মৌমাছিতে দেখিতে পাই ।
আবার এক রাখাল লাঠি নিয়ে হাঁকে
মহিষ-গরু-ভেড়া একই দিকে ভাগে ,
অগত্যা, না যেয়ে উপায় যে নেই
ওরা যে নিরীহ দুর্বল এমনিতেই ।


দেবত্ব জ্ঞানালোকে সত্য তা জানা
নরকুল সে তো ভেড়া- কক্ষনই না ;
উন্নততর জীব, ধ্যান-ধারণা খাসা ,
তবে, ভোটে ভেড়চাল- হামেশা ।


(০৪-০৩-২০২১)