বড্ডো এক রোখা সে বিবেকী মানব
যদি পায় ছাড় ! হতে পারে দানব ।
বুঝিয়ে পথে আনা অসম্ভব-মুশকিল
প্রতিরোধ, বিরোধ, ক্ষমতা তাঁর জটিল ।


প্রখর স্বাধীনচেতা সেথা মনঃ অন্তকরণ
না শোনা নিজ ক্ষতিরে ,করিলে বারণ ।
ক্ষণে উষ্কানীতে গড়ে মাতঙ্গ পঙ্গপাল
অনিশ্চিততায় জড়িয়ে জালে হয় বেহাল ।


সুপথের তরে যদি বলা,- চলো- ডাইনে
অকথ্য কথা, পাল্টা উপদেশ বাণ হানে !
তাঁর তেজ হুঁশ-জ্ঞান, চোখ-কান-দিমাক
কাজে মানব ভবিষ্যৎ , মানে তুচ্ছ-খাক্ ।


(ইং-১১-১১-২০১৯)
*-খাক > নিষ্প্রভাবী ।