লোকটা নিরীহ, সে উঁচু দরের পাগল ,
দিন ভরে, বটের ছায়ায় .বকে চলে অনর্গল ।
তাকে ভিক্ষায়, লোকে কিছু দেয়
বাকিটা আহারে কিছু ফল-মূল ও জোটায় -
খোলায় সামান্য ছোটাছুটি, শুদ্ধ বাতাস ,
রাতের সুখস্বপ্ন দেখে, মেটে তার আশ ।
এ জগতে কত না-- ভরা দয়ালু -
দানেতে বরদহস্ত সাথে হাতের তালু !
এক দিন, এহেন জন, দানেন এক কম্বল -
বড়ো সহায় হল- শীতের অমূল্য সম্বল ।


পাগল ধোয় না কম্বল, বাঁধে ছারপোকা  ,
অঘুমে রাত কাটায়- জেগে বসে একা ।
পথিককে জানায় পাগল, কত না ব্যথা -
ছারপোকা নিধনে চায় উপায় সেথা ।
এলো ঔষধ, চারপোকারা শেষ -
চিরতরে লাঘব, পাগলের ক্লেশ !
তীব্র ওষুধের গন্ধ, অক্সীজেন কম
পাগল অজ্ঞান, ফুরালো তার দম ।
উচ্চপর্যায় তখন বসিল কমিশন ,
তার ছিল উত্তম বাস ,সে প্রাকৃতিক জীবন ।


(ইং-১৫-১২-২০১৯)