মাছ চাই, জেলেরে খোঁজ ,
           খাদ্য চাই তো চাষী ;
   গোয়ালা দুধ যোগায় মেলা ,
          কাজের ঝী সে মাসী ।


সময় ফুরালে অদেখা ওদের ,
             স্বার্থ বড়ো বালাই ;
ঝড়ঝামটার রেশ অপর ঘাড়ে ,
           নিজ দায়িত্ব এড়াই ।


স্বচ্ছতা আসে না সমাজে কভু ,
           আবর্জনা জমে নীচে ;
  সে ঘোলা জলে তুমুল খেলা
               দুর্গন্ধ ওঠে পচে ।


মান্যতায় এসব শনির কোঁপ !
              সহজ পথটি ধরে ,
  সে গত যুগের অবিচার বহে ,
         জীবিত আস্থার জোরে ।


(ইং-০৬-০১-২০১৯)
*-কাব্য সার >  সমাজে বর্ণ বিভেদ, আদি পুরাতন সংস্কার এখনো বিরাজমান ।