চাইলে ঘটে অচিরে মহাভারত !
জাগ্রত যুদ্ধ ধ্যান ;
তৈরী রণাঙ্গন হুঙ্কারে রণরথ ,
অস্ত্র করিয়া তান !


উদ্ধত প্রচণ্ড, স্বার্থে ভরা মন -
আপন হিত মেনে ,
আস্থা বিশ্বাসে সব ভরা চিন্তন ,
ভয়ডর না প্রাণে !


মৃত্যুর দাবানল এ যুদ্ধে প্রলয় -
জয়ের আভা ধরে ,
ধ্বংসের প্রবাহ- হাহাকার ময় !
এই ধরণী ’পরে ।


স্বতন্ত্র চিন্তার দেখি না বিকাশ
আস্থা-বিশ্বাসময় ,
ব্যাক্তি সত্তার সমূলে বিনাশ  
হুজুকে মাতা হয় ।


দূর পরিণাম তায় শূন্য ফলাফল
ভবিষ্যৎ অজানা ,
মরদেহে পাহাড় যেন অবিকল,
তাকে মুখ্য মানা !


ফলিত ঘটনাক্রম তার সমীক্ষা  
রেখে অসীম জ্ঞানে ,
কেন হয় না পরীক্ষা নিরীক্ষা !
অনিচ্ছা কেন প্রাণে ?


ধাবমান যুগে যুগে এমত প্রেম
আস্থায় ধরি ভাব ,
নীতি-দর্শনে আদর্শ স্থান, হেম
কর্মগুণ স্বভাব ।


(ইং-২৫-০৬-২০১৮)