সময় এসেছে ফিরে, আস্থার সমাচার ,
চৌদিকে আজ সোচ্চার গুজবের বাজার ।
আস্থা এক অস্ত্র মনের দৃঢ় আবেগ- বিশ্বাস ,
অদৃশ্য নিরাকার, হৃদয় গভীরে তার চাষ ।


হুজুকে করা হলে প্রয়োগ কালেভদ্রে সময়ে ,
সংঘাতিত ঘটনার প্রতিফলন ঘটে সে প্রলয়ে ।
‘মহাভারত’ তার উত্তম নিদর্শন সমাচার
অযুতলক্ষ মানব ক্ষয়, পেতে জয়- আরপার ।


অহিংসার পথ কী ছিল না , সুপথ মীমাংসার ?
যার পশ্চাৎ পরিণতি ফল, শুধু হাহাকার !
সবযুদ্ধ নির্মূল হওয়া উচিত ছিল তারপর ,
নির্মম শিক্ষায় হয়নি আগে কোন প্রতিকার ।


ধরা যাক বিশ্বে অজানা ছিল- ‘মহাভারত’ ,
তবু ছিল আদিতে আস্থা ভরা সজ্জিত আড়ত ।
মানুষ চায় নিরাময়, বহু দুর্যোগ সস্তায় ,
সরলতায়, নির্ভর ভরসায়, অন্ধ আস্থায় ।


(ইং-০৪-০৪-২০২০)