কোটিতে কোটিতে নর-সংহার !
প্রমাণ করে অত্যাচারী হিটলার ।
চাইলে করা যায় সহজ শত্রুতা ,
শুধু গুণ, ক্রমান্বয়ে বলা মিথ্যা !


আস্থা কথায় অদৃশ্য শক্তি-বল -
বিশ্বাসে দৈব বাণীসম, অবিকল !
জাপিত ভাবনারে মানসে-জয় -
কার্যরূপে অকাজ, উদ্ধার তায় ।


মনে পুষে ,বাঞ্চিত গুপ্ত আভা -
সেথা, দম্ভ-স্বার্থ, মধুর শোভা !
কালে সুভফল, মেলে ভালে -
বেড়ে ওঠে, দুর্যোধন সে বলে !


যুগে-যুগে পাই, ঘৃণ্য সমাচার ,
এ যেন অভিশপ্ত রীতি-আচার !
এ ধারায় চলিছে এমনি বসতি -
কত দিন বাঁচে ! এ দগ্ধ-পৃথিবী ?


বিজ্ঞের ,সময়ে সে সতর্ক বাণী ,
হয় না কার্যকর ,তা’ ও জানি ;
শূন্যে অনুরণন তার প্রতিধ্বনি ,
উপায় হীন প্রতিকার, শুধু শুনি ।


(ইং-২৯-০৮-২০১৮)
*-(ইং-২৮-০৮-২০১৮)-তে বিভিন্ন শহর থেকে এক সাথে ছয়জনের গ্রেফতারী , নকশাল প্রতি সহানুভূতি রাখার সন্দেহে ।
পত্রকার লেখক-> গৌতম নবলখা-> দিল্লী
লেখক-> পী,ভী, রাও > হায়দ্রাবাদ
সামাজিক কার্যকর্তা > সুধা ভারদ্বাজ > দিল্লী
অরুণ পরেরা > মুম্বাই
স্টেন স্বামী > রাঁচী
শিক্ষক, লেখক ও মানবাধিকার কার্যকর্তা আনন্দ টেলতুঁবড়ে > গোয়া ।
*-স্রোত হিন্দী পত্রিকা-(ইং- ২৯-০৮-২০১৮) .