আজ মনুষ্য চিন্তার নবদিগন্ত প্রসার -
উন্মুক্ত দ্বার। সত্য জানার সে সমাচার ।
কালে কালে অযুত সহস্র কীট, প্রাণী ,
তারা নিত্যনব জন্মে, উপরে এ ধরণী ।
বাঁচে মরে, ক্ষয়,অজানা নামগোত্রময় ,
কেহ উপকারী কেহ বা আতঙ্কী, ভয় !


নানা সঙ্কট মাঝে বাঁচার সংগ্রাম জোর
কখনো বা হেরে গেছে ডাইনোসোর ।
কাল-গ্রাসে অবলুপ্তি ঘটে কত শক্তিধর
একমাত্র ভাগ্যবান তারা বাঁচে সসাগর ।


এখন পরাস্ত হলে, চিকিৎসা সরমজাম -
অকালে ‘করোনা’ কাড়ে মনুষ্য পরাণ ,
গোটা বিশ্ব সে পারে জনতারে বিহীন
বাঁচিবে হয় তো কিছু প্রাণী, দুঃখীদীন ।


(ইং-০৮-০৪-২০২০)