বোধে সত্য জ্ঞান, দেখি বিজ্ঞান ,
বিজ্ঞান,তার মধ্যাহ্নকাল বর্তমান ।
আবার ধরে আছি ভাগ্য কপাল !
এই তো সত্য , জ্ঞানের হাল !


কেহ মাঝে জ্ঞানে, দুষ্টু সেজে -
ঘোর তুচ্ছাতিতুচ্ছে আছে মজে !
বর্জনে করিলে ক্ষণে মানা -
বাড়ায় আশাতীত দুঃখ- যন্ত্রণা !
ইশারা করো। সে ধারে না ধার -
অকারণ রণে- মাতিবে অপার !
বিবেকহীন, সংহারক ,রত-ক্ষয় ,
অসময়ে, সম্মুখে ডাকে প্রলয় !


মধ্যাহ্নকাল উপরে সূর্যাভা প্রখর ,
তিমিরকোণে, গহ্বরে ,প্রকাশ তার ।
ত্যেজ জ্যোতি, দূরভিতে আঁধার ,
এখনও যদি না মেলে সুসমাচার ?


তবু যায় না ! অজ্ঞানতা, জড়তা ,
পেয়েও মধ্যাহ্নকাল, জ্ঞান-যথা !
নির্বাক, ভীত, মূর্ছিত, মধ্যাহ্নকাল ,
অক্ষম-অপারগ, অচল, তাল !
হয়তো জ্ঞান আসিবে বৃহদাকার ,
তখন পরাভব, অশুভ ঘনঘটার ।


(ইং-২৫-১২-২০১৭)