বারিধির বাসিন্দা, সুখের জানি
মুক্ত চিত্তের স্বাধীন সে প্রাণী ।  
কুয়ায় মেটে না তার আশ ,
বদ্ধ জীবন, করে হাঁসফাস !


উন্মুক্ত গগনে খেচর চরে -
আনন্দ খুশীতে ,জীবন ভরে ,
কোন কালে সে বদ্ধ পিঁঞ্জরে -
মুক্তমনা পাখী, গুমরে মরে ।


বিশ্বভাবনায় যার চিত্ত উদার -
সে চায় অতুল, মঙ্গল সবার ,
সীমার বাঁধনে তাঁকে বাঁধা -
অসাড় করা তাঁর সত্তা মেধা ।


জ্ঞানবাণী বহে ইথার ধারায় -
গণ্ডীর বন্ধনে বাঁধিলে সেথায় ,
বিকাশে তারা পায় না জয় ,
বুদ্ধি-ধী,বিবেক, সবই ক্ষয় ।


(ইং-৩০-০৬-২০১৮)