নেতার আবিষ্কার গরীব সে রত্ন !
তার জীবন সাকার, করিয়া-যত্ন ,
দানে বিশ্বাস, মন ভরে আশ্বাস -
দীনের ভিটেটুকু হবে না সর্বনাশ !


গরীব কাঁধে দু’পা! নেতার বিজয় ,
সহিষ্ণুতা শেখ, সমস্ত যাতনায় !
তুষ্টিতে নেতারে, যেন সদাশয় ,
গরীবের রক্ষা, নেতার বশ্যতায় ।


দুঃখীর নাড়ি ধরে,করে নাড়াচড়া
সুসময় আস্থায় পড়ে যায় সাড়া ,
আঁতে ঘা পড়ে, কোমল পাতায় -
কত যে নেতা অকালে চমকায় !


দীন-দুঃখী দেখে, নাচে ধেই ধেই ,
নেতা সে কামধেনু দেবে দুধ-দৈ !
অভিনয়ে নেতা হয়, অন্ধের যষ্ঠি ,
সুযোগে ঠাটবাটে বাড়ায় গোষ্ঠী ।


নেতার দান, গরীব সংখ্যা প্রখর -
গরীব পোষা নেতা- তিনি ধুরন্ধর ,
যুগে-যুগে দিখাবটি মিথ্যার তুষ্টি -
এ হেন নেতার, এভাবে কুষ্টি-সৃষ্টি !


(ইং-২২-১০-২০১৮)