অবিশ্বাস্য ঘটিত কথা কাজ- ভাবনা
তবু সত্য আজিকের এ যুগ-যন্ত্রণা ।
মা বাবার অবদান কোথাও নেই কমি ,
দয়া-মায়া-স্নেহ শিকড়, সুগভীর জমি ।


সন্তান যেন আজ পাখীর ছানা-
তৈরী থাকে ফুড়ুত ! গজালে ডানা ।
স্মরণে আসে না সে ত্যাগ বলিদান
চায় না প্রেমের ভাষা আদান-প্রদান ।


বাস্তুহারা লক্ষ লক্ষ নিঃস্ব অসহায়
খুব দরকার ছিল লড়াকু আশ্রয় ।
যাঁরা তিল তিল করে আনে উপায়
আজ তাঁর স্থিতি অচেনা অজানায় !


সুচিতা কাম্যে দৃষ্টি চাই, উজ্জ্বল প্রখর-
যুক্তিতে উত্তম ধ্যানজ্ঞান, বিশুদ্ধ অন্তর ।
সব নীতির আছে কিছু কিছু সুখবর ,
বাস্তবে ত্যাগী, তাঁরাই হোক মান্যবর ।


(ইং-২০-০৬-২০১৯)
*-কাব্য সার > বামপন্থীরা এক সময় খুব লড়ে অনেক অধিকার এনে দিয়েছে জনতারে।
আজ তাঁদের কথা হয়তো কেহ ভাবে না !!