মানুষের জীবন-যাপন নিয়ম-নীতি ধরে
দৈবাৎ শৃঙ্খলা ভেঙ্গে বাঁধান আলগা হলে ,
পথভ্রষ্ট মানুষ, ইচ্ছে মত- কত কিছু করে
স্বার্থীমন ,ভুলে ও ভাবে না- পর মঙ্গলে ।


ছলনায় জোটে খাবার , নাড়াবেনা গতর
অজুহাত- অলসতা, জড়রোগে কাতর !
কোকিলসম সুখ, ঈর্ষাপরায়ণ অন্তর-মন
ভরা নিছক দ্বন্দ্ব- খাপছাড়া, অস্থির জীবন ।


বহুতর গৃহে শোভে, সুখ-শান্তির আলয়
অপরের সুখ দেখে কিছু পড়ে জ্বালায় !
বৃথায় অসহ্য দাহজ্বালা, অকারণ জ্বর ,
নিয়ম নীতি মানা তার কষ্টকর ব্যাপার ।
ফাঁক খোঁজে আইনে কুবুদ্ধির মাতব্বর-  
পেশী বলে কুতর্ক, দুরভিসন্ধি অপার ।


ধনে -মানে বিদ্যায়, ক্ষমতায়- অজেয়
দুশ্চরিত্র দুরাচার বিবেকহীন জীবন
সমাজের বুকে তারা চির অপাংক্তেয় ,
খলাচারে ভরা কাজ ,যতেক ধ্যান মন ।


(ইং-০৪-০৩-২০২০)