অশুভ ক্ষণ, না বাঁচার সাধন
কর্কশ আচরণ, খিন্ন তায় মন ,
ঘোরতর দুর্যোগ- ছিন্ন যোগাযোগ
পথ পিচ্ছল, ভরা কাদা জল ।
ধূমিল মত, পূর্ণ হয় না মনোরথ
কাজে ধী-মেধা, কর্ম ভরা আপদা ,
সুখময় তৃপ্তি, গড়ে তোলায় স্মৃতি
যদিও জয়ে চলা, জীবনে একলা ।


যুগে-যুগে, কত-কত কষ্ট ভুগে
ঝড় আঁধারি, সব-ই তুচ্ছ করি ।
সুধীজন, নিয়ে দয়াঘন প্রদীপ্ত মন
তাঁরা দুর্নিবার, চায় জগৎ উদ্ধার ,
মঙ্গলে ধরণী পর , চেষ্টা অপার ।
দেয় সুদিনের ডাক, হই আবাক !
সম্মুখে জ্ঞান জ্যোতি, কৈ সুমতি ?
পুনঃ-পুনঃ ভুল , সে ভুল অতুল ।
দানেন জ্ঞান প্রখর, নেই না খবর ,
অবহেলা ! তাই মর্মে আজ জ্বালা ।


(ইং-০৪-০৬-২০২০)