জনসমুদ্র হঠাৎ যেন স্থির-জড় স্তব্ধ
দূর-দূর গণ্ডিবদ্ধ, ঘরে -ঘরে আবদ্ধ ।
বিশ্বযুদ্ধে এত কাতর করে নি কারো ,
আলোড়ন ঘটে নি ধরায় এত বড়ো !


সমগ্র জগৎ জুড়ে সব অচল- স্থাবর
পড়শী সে ও রাখে না পড়শীর খবর ।
ভাই-ভগ্নী সহোদর, অভাবী পরিবার
অছাড় ব্যাধির ভয়ে যন্ত্রণা-হাহাকার !


শব সংস্কারে সঙ্গী-সাথীর খুব অনটন  
মৃতদেহ পড়ে পথে, না সঠিক যতন ,
শব্দহীন হত্যাকারী, ছুপে-তার প্রহার
মাত্র সুযোগ পেলে করে জন-সংহার ।
মৃত্যুর স্রোতধারা, মেঘ বিনে বজ্রপাত-
অসহ্য সে দহন জ্বালা বিষের আঘাত !


উন্নতির চরমে ইউরোপ ,আমেরিকা ,
দহনে মৃত্যুবিষে তারাও নিঃস্ব-ফিঁকা ।
এশিয়া আফ্রিকা ব্রাজিল অস্ট্রেলিয়া ,
শরীর বিষে নীল , একই রঙে-কায়া ।


বিশ্বজুড়ে মহামারি, দেখি না নিস্তার ,
কঠোর কৃচ্ছ্র সাধন, বেঁধেছে জনতার ।
চেতনা শূন্য মন, রুদ্ধ জীবন আচার ,
‘করোনা’ ভরেছে ভয়, সমগ্র সংসার ।


(ইং-১৫-০৫-২০২০)