করো না, নিন্দায় তাঁরে অতিষ্ট ,
ধনী কী ভোগে না ? দুঃখ-কষ্ট !
সাবধানে চলে বর্মতে এঁটে !
তবু দেখা নয় ! সদর মাঠে ।


চাযের দোকানে অক্ষম আড্ডায় -
অজানিত আপদ তাঁর যে মাথায় !
বিশ্বস্ত চাই চাকর, ড্রাইভার ,
যে কোন ঘরে অপারক আহার !


ট্যাক্স না ভরিলে জেল-হাজত -
হাজারো ঝামেলা তাঁর শতক ,
লাভের মধ্যে, লাভ চিকিৎসা –
ডাক্তার ঔষধে উত্তম ভরসা ।


শিশুরা ভগ্যবান, দেব পুত্রী-পুত্র ,
খোলায়, ঘোরা, তারা ও অপাত্র !
সাজ সরঞ্জাম খুব পরিপাটি ,
পায়ে পায় না, মোটেই মাটি !


এক মাসের পথ এক দিনে -
চলে প্রায়ই আশমান শূন্যে ।
ভাবনা যে সদা, গরীব দূর -
চায় জীবনটা বড়ো মধুর !!


(ইং-২০-০৮-২০১৮)