কচি ছেলেটা বেশ বাড়ন্ত
নেই তার চাহিদার অন্ত !
স্বভাব,- চাকচক্যে বাঁচা ,
মাসকাবারী হাত খরচা  
আধুনিক ফরমায়িস্ -
চাই উপহার বকশিশ ।


ঘড়ি বাইক, হাত ফোন -
সবই চাই বিনা কারণ ,
অপর সবার যা যা চাই -
চাহিদা ছেলেটার ও তাই ।


ছাপোষা কষ্টে তার বাবা ,
অকালে বুদ্ধি শেষ, হাবা !
তালগাছ সমান দাঁড়িয়ে ,
ঝড়ঝামটা যায় মাড়িয়ে ।


শান্ত পরিবেশ ভাবনায়
সন্তানের জীবন ছায়ায় ।
পরিণাম আর ভবিষ্যৎ -
যুগের হাওয়া, ধূলিসাৎ ।


(ইং-২৯-১২-২০১৮)