রূপ-শ্রী জং ,তবু শব্দতে ঝন্-ঝন্ !
আধিক্যেতা-বাড়াবাড়ি, মাথা চন্-চন্ ।
কার নীতিটা যে ভাল, ভরা আলো !
জন জানে না, নকল আসল, জলো ।


বহুরূপী মাতে, নেতা নামের জাতে ,
সুযোগে রাজগদি চায় হাতেনাতে ।
নেই জানা দিশা দিতে সুন্দরতার ,
অসাধু ব্যাপারী- মুনাফা ভাবনা সার ।


দেশের সম্পদ মালাই ,করে সাবাড় ,
ধারায় বহে,  নেতার সুশ্রী সংসার ।
দল ভাড়ানো শিক্ষা স্বপক্ষে সুখবর ,
দেশকাজে বড়ো দিখাবটি-স্বার্থপর ।


(ইং-১৪-০১-২০১৯)