ডাকলে ভগবান অপরাধ শেষ ,
বাঃ ! মজাদার ব্যবস্থা, উপায় বেশ ।
এমন ধারা পরিপক্ক হ’লে
দোষ পরিষোধ , ভূমি-নভ-জলে ।
আস্থায় নিরাময়, ভুল ভ্রান্তি-
আরাধনায় মিলিবে পরম শান্তি ।


গরীব-আর্ত শোন, শান্ত মন -
সব তাতে হয় দুঃখীর মরণ ।
জ্ঞানীগুণীর বচন প্রতি প্রাতে ,
উপরওয়ালার চাপ ধর্মমতে ।
তাঁর মতে নাকি নিজেরে জয়
সুযোগে-ভুগে করো পাপ ক্ষয় ।


কে দেবে পথ, উপায় বাৎলে -
জ্বালা কমে না- এমনি তালে ,
কোন দিকে যাবে ? পাতা জাল
হেরি, রুদ্রমূর্তি সে মহাকাল !
যেন, গরীবতা এক অভিশাপ ,
সে জ্ঞানীর কথা, বিগত পাপ ।


(ইং-২১-০৮-২০১৯)