ভালই চলছিল গত আইন
জনতার কষ্ট কম
শান্তি ধরে কেন রবে লোক
এ নয় শাসন ধরম !
নিত্য নব পায়তারা ভাঁজো
অস্থির কর জন
বে-মতলব আয়োগ বসাও
বিঘ্ন কাজে মন ।


উদ্ভাবনে নয় নয়ার চেষ্টা
রাস্তা ঘাট কেটে
বাজেট বাড়াও মনের মত
মুনাফা যেন জোটে ।
পেট্রোল ডিজেল খপত্ কম
দাম বাড়ছে বেশ
কপাল পোড়ে জনতার আজ
অন্তরে হাপিত্তেশ ।


জনতা সেবা না দম্ভ প্রকাশ
আসল মুদ্দা কী ?
নামটা যেন প্রচণ্ড চাহ
নিজেরে নিয়ে সুখী ।
জবাবগুলি নখদর্পণে
সুন্দর সুর তাল
সাফাই গাইতে দেরি না-
এখন ‘করোনা’ কাল ।


(০৯-১২-২০২০)