সময় কালে ভোট ঘনালে
নেতারা চলে আপন চালে ;
নেতা-ভালে শোভে জয়টিকা ,
তারস্বরে ডাকে ভেকডাকা !


মরু-জল-স্থল, মাঠ, আসমান-
জাহির করে, নিজেরে মহান !
আশা সাজায়, জয়ঢাক স্বরে -
হৃদয়-কানন, জোয়ারে ভরে ,
মোহমুগ্ধ নেতা, অজস্র কথা -
ভনিতায় দগ্ধ ! সরল শ্রোতা !


বাজি-বাজনা, অদ্ভূত নাচনা ,
চমৎকার দৃশ্য, মধুর নমুনা  !
ভোট কালে সে মন কাড়ে -
মাতাল করে আস্থার জোরে !


আবাল-বৃদ্ধ-বনিতার- ত্রাতা ,
যোগায় বিশ্বাস কাটিয়া ফিতা !
বিপাকে জনতা, পড়ে দু’বিধায় ,
হতাশ, নিস্তেজ, তাঁরা নিরুপায় !


(ইং-২১-০৯-২০১৮)