আছে কোথায় সেই নেতা
যে ধরবে হাল,
আখের গুছাতে ব্যস্ত নেতা
বুকে বেঁধায় ফাল !--ডা. প্রদীপ কুমার রায়(সুশোভন কবি-) ০৪/০৬/২০১৯ ।


আমার কাব্য “বল্ ও দিশা”, সেথা কবি এত সুন্দর মন্তব্য দিয়েছেন যে তার উপর ভিত্তি করে আজকের কাব্য প্রিয়কবির নামে -সম্মানে ডা. প্রদীপ কুমার রায় (সুশোভন কবিকে), উৎসর্গ করিলাম ।


"শুদ্ধনেতা"
সমস্যার জল মস্তক ’পর পার ,
ডোবে অতল অগাধ ,
জনতা অপারক সে সহ্য সীমা ,
ধৈর্য্যের ভাঙ্গিবে বাঁধ ।
হয়তো গরীব আর্থিক অস্বচ্ছল ,
টাকা-পয়সায় হীন ;
নেতা, নাও হতে পারে হুবহু ,
নেতাজী, ভগৎ সিং ।
জড়, সাম্য নীতির সুজ্ঞাতা তবু
সমস্যা জয়ে প্রস্তুত ,
চুম্বকীয় আবেশ, জনাধার অসীম
বাণীতে খেলে বিদ্যুৎ !
লোভের সাগর মণিমুক্তা কাঞ্চন
অস্পরা, কামিনী কত ,
স্বার্থী, লোভী, প্রতি গণ্ডূষ- গ্রাস ,
রঙিন সুরায় মত্ত !
দৃঢ়চেতা নেতা দেখায় যোগ্যতা ,
প্রতিটি সঙ্কট কালে ,
ঘোর অমানিশা সাথে লয়ে নেতা
ক্রান্তির পথে ও চলে ।


(ইং-০৪-০৬-২০১৯)