রাজত্ব করা সহজ সেথায়
লক্ষ্য যাঁদের রামভরসায় ,
দু’চার গুণ ধারাগত শেখা
শাসক পদ, হবেই পাকা ।


বিনা ব্রেকে চালায় গাড়ি
গাড়ি ও চলে বেপটরি ।
হানির তরে কিছু জন
সুখে নাচে চালক মন ।


বিরুদ্ধাচার জন-ক্ষেপা
শক্তির প্রয়োগ, রফাদফা ,
বিপক্ষ মানে শত্রু জাতে
মটকা ফোঁড়ে তার মাথে ।


তেজ ধারায়, হলেও আষাঢ়
বিদেশ ঘোরায় রং বাহার ।
বৃদ্ধি, তোষামুদে রাজভক্ত
লেঠেল বাহিনী বেশ শক্ত ,
শোষণে দৃঢ়, পাকা-পোক্ত
চুষতে মাহির রুগ্নের রক্ত ।


(ইং-০১-১২-২০১৯)
মটকা > হাঁড়ি ।