করোনা কাল
জীবন বেহাল
শিশুমন ঝালাপালা
বন্দ তার পাঠশালা ।


বৃদ্ধের বদ্ধ পরিবেশ
রাতে ঘুম নষ্ট
কষ্ট তায় অশেষ ।


যুবকের আড্ডা, হাতে মোবাইল
অঢেল সময়, কাটে তিলতিল ,
অকাজের জুয়া- গেম্
সেথা দেখে স্বর্ণ-হেম ,
অবুঝ, বোঝে না ভবিষ্যৎ
জীবন হয় মাটি ধূলিস্যাৎ ।


পেলে গন্ধ আন্দোলন
সরকার করে খাতির যতন ,
লাঠি বন্দুকে পাঠায় পালোয়ান -
করোনায় আন্দোলন কিসের ত্রাণ ?


(২৮-০৬-২০২১)