সুখ এক শীতলপাটি, শুতে সবে চায়
সুখ চিন্তায় দিন যায় এ মধুর ধরায়  ,
অবশ্য, সুখ হিতকারী- আত্মার আত্মা
সুখ ছাড়া বাঁচা কৈ ? আবাল-বৃদ্ধ-বনিতা ।
কত যে সুখে রয় , পরকে উজাড় করে
কেহ বা সদা তৃপ্ত, লাভ-মুনাফা ধরে ,
কারো বা সুখ, পরনিন্দা-পরচর্চায় ভরা
স্বার্থী, পর উঠান চষে,-হয়ে আত্মহারা ।
কারো ব্যামো পর ক্ষতি মনোকষ্ট অধিক
হিংসা নিয়ে এরা বাঁচে, সুখ পায় ক্ষণিক ,  
উপচে পড়ে সুখ কত- গুণধর্ম না শিক্ষা
জীবন যে কত কঠিন নেয় নি কোন দীক্ষা ।
আসা-যাওয়া ভবে, গুণ-মান যুক্ত ধর্ম
মুখ্যগুণ সুখ পেতে, ত্যাগই মুখ্য কর্ম ।


(০৪-০১-২০২১)