একসামাজিক ব্যবস্থায়- মানুষ কাল কাটায়
জীবন পথ বন্ধুর শঙ্কটঘন- ভয়ে ভরা তায় ,
সব্বাই কে নিয়ে মন মাতিয়ে কারা চলে ?
যাঁরা উদার, ত্যাগী-পরোপাকারী আত্মবলে ।


মাঝে, নির্মম কিছু মানুষ- বিষবীজ বোনে
শুধু ভাণ্ডারণ সমাজ বিরোধী কুচিন্তা মনে ,
হয়তো ক্ষণিক কোন কালে লাভবান তারা
অদূর ভবিষ্যতে সে কৃত্যে সমাজ হয় হারা ।


মাপ হয় না জনজীবনে সে কুৎসিত বিচার -
অগ্রফল দূষিত হয়, চলমান যতো সংস্কার ।
ফলগাছের গোড়া যদি হয় কাটা মহালোভে
না মেলে প্রাণবায়ু ফল ছায়া আগের ভাগে ।


(২২-০৯-২০২১)