আর্ত-ভুখা যেন রঙিন স্বপ্ন দেখে
মনটা করো ন্যাস্ত , পূজোপাঠে ,
বচনে বাচুক অনেক আশা পেয়ে
এসে গেছে, স্বর্গের সুস্বাদু পিঠে !


বেকারকে বলো- ব্যবস্থায় ধন
ঝোলা ভরে দেয় , দয়ালু বিদেশ ,
একটিবার ভোটে জয়লাভ তরে
খাট । ঝেড়ে ফেলে দৈন্য- ক্লেশ ।


উঠতি যুবক তাদের ভাবাও
হাতফোন নেটে কাটুক দিন ,
আগের ভাগে চাকরি ছড়াছড়ি
সুখে নাচিবে তিড়িং-তিড়িং ।


ধৈর্য্য ধরে আর পাঁচটি বছর
আশায় আশায় বুকটি বাঁধ
দুধের বন্যা, ক্ষীরের সাগর ,
তেল না ! ঘি দিয়ে সব রাঁধো ।


(ইং-১৭-০১-২০২০)