বেচারা গরুর করুণ জীবন
নাই খোরাক মনোমতন ,
চাষী চাষে না হলে পাকা -
সে গরু, তার হয় অদেখা !


চাষে পেরে ওঠে না মোটে -
তবু চাপে নাঙলের মুঠে !
হাবড়ে চাষ, কষ্ট-অসম্ভব ,
পারে না গরু ছাড়িতে হাঁপ !


এমনো যদি মানব বেলায়
সর্বকাজে এ ধারায় বয় ,
সংসারের এমন বহু কাজে
পারা না পারা, সমাজ মাঝে ,
দ্বন্দ্ব সংঘাত অশুভর জন্ম -
অহরহ সৃজন ধর্মাধর্ম -কর্ম ।


শিশু জ্ঞানে যে খাট, বরাবর ,
আমরা ভাবি তা,’-তুচ্ছ খবর !
উপরে বোঝা চাপাই,-জ্ঞানে
সে অসহায় তার মনে-প্রাণে ,
পরিণাম সে হয় জড়,-জবুথবু
বনে, অদ্ভূত মানুষ কভু-কভু !


(ইং-২২-০৫-২০১৮)-ব্যাঙ্গালোর
শব্দার্থ, বনে > তৈরী হয় ।