নিঃস্ব অসহায় জগৎ জুড়ে
নিত্য জ্বালা সম্বল করে ,
ঘুরছে কতো সংসার ভরে –
মুমূর্ষু আকার প্রায় মরে !
কিসের টানে জীবন ধরে -
পৃথিবীর বুকে আছে পড়ে ?


গ্রাম শহরে অভাগার ভিড় -
নেই বাসস্থান, সামান্য নীড় ,
জ্বালার উপর জ্বালা, সহে -
পথে ঘাটে উপোষে শুয়ে !
বাঁচায়, চেষ্টা- আত্মনির্ভর  -
অতি দুর্লভ উপায় তার ।


মানুষ রূপে কাল যাপন -
এই কী নিয়ম, আর্ত জীবন ?
দুঃখীর ফৌঁজ বেড়েই চলে-
গগন তলে, জলে- স্থলে ,
নিঃস্ব যাযাবর, বৃদ্ধি ভারী ,
অতি- অগতির উপায় ধরি !


(ইং-২৬-০৬-২০১৮)