সাংসদ বলে কথা !
তাঁরা বোঝেন আর্তের দুঃখ-ব্যথা ।
দেশ নয় তো মোটে গরীব ,
সব যে ধনী, করিব করিব !


অষ্টআশি প্রতিশত ধনী সাংসদ
এখন লভিয়াছেন মসনদ !
শীঘ্র সুখস্রোতে ভরিবে প্লাবন
পূঁজির শাসনে যে ন্যাস্ত মন ।


গরীবপর্ব এবার সমূলে নির্মূল ,
এ পবিত্র কাজে হবে না ভুল ।
জানিও, জাতিরে জাতি দেখে ,
মহানরা এ আদত বংশেই শেখে ।


(ইং-২৮-০৫-২০১৯)
করিব করিব > প্রায়-প্রায় , মসনদ > শাসন পদ (সিংহাসন) , আদত > ব্যবহার ।
*-খবর > এন,ডি,টিভি, ইং-(২৮-০৫-২০১৯), রবিশ কুমার দ্বারা ।
*-কাব্যসার > এবার ৮৮% সাংসদ কটিপতি, দেশের কর্ণধার , তাঁদের জ্ঞানে গরীব মর্ম কতটা বোঝা, তাই বলা ।