হাড়িকাঠে মুণ্ডু যখন
পাওয়া যায় কি পার ?
রেলের চাকায় গর্দান গেলে
রক্ষা থাকে না আর !


দুঃখ জ্বালায় যারা কাতর
গাঢ় অনুভব তাঁর ,
অশেষ চেষ্টায় হয় না ওঠা
যাঁতাকলের সংসার ।


থাকতে চাইলে মনের মত
অসম্ভব সুষ্ঠু বাঁচার -
'অভাবে হয় স্বভাব নষ্ট'
লোকে দেয় সমাচার ।


লব্ধ জনমে ,ঘোর যন্ত্রণা-
নয়নে বহে পানি ,
জাপিত কাল নীরস জীবন
অভিশপ্ত দুঃখী প্রাণী ।


(ইং-০৬-০৭-২০১৯)