পাশাপাশি বসবাস , কোলে টানা ঝোল
নামেতে নামজাদা, বাজায় ঢাক-ঢোল ।
কাকে কতটা আঘাত, জ্ঞান-চৈতন্য মন ,
উৎপাটিতে সর্বস্ব, কাড়িতে ভিটে, ধন ।


স্বভাবে স্বার্থ-লোভ, আশা নিয়ে মাতে
সে অপারক আর্ত সেবায়- এঁটে উঠতে ।
দুস্থরে অন্ন-বস্ত্র দান ,ওদের বাঁধে মান ,
জনমঙ্গলে আছে কাজ-তারা অনজান ।


শুভকাজে পড়শীর বিঘ্ন দানে,-ওস্তাদ ,
পেট ভরে ক্ষীর দিলে করে শুভসম্বাদ ।
এও এক সাফল্যের কলা উৎসাহী মেলা
তারা ধর্ম-কর্ম-আচার সব ভাবে খেলা ।


(ইং-০৪-০৭-২০২০)