ভুখ, খুব কমের ভাগ্যে জোটে প্রকৃত স্বাদ ,
ভুক্তভোগীর প্রাপ্তি ঘটে অসীম জ্ঞানসম্পদ ।
মানুষ আর পশু থাকে না ক্ষুধা কালে প্রভেদ-
উঁচনীচ, ছোঁয়াছুঁৎ, জাতপাতে থাকে না খেদ ।
খিদে পেটে একপাতে সবে অন্ন খেতে চায় ,
ক্ষুধা কালে এক ঈশ্বর বিশ্বাস জাগে আস্থায় ।
সে ঈশ্বর ‘ভুখ’ সামনে খাবার, মরণ ভয় নয়
খাবারে ক্ষুধার্থ ঝাঁপিয়ে পড়ে ,অদেখা প্রলয় ।


লক্ষ-লক্ষ ঘরছাড়া পায়ে হাঁটা করোনা কালে
মাথা পিঠে বোঝা ,ছোট শিশু মায়ের কোলে ।
যাঁরা দেখে টিভির পর্দায় ঘরে বসে রোজ -
সবার মন হয় উতলা, কত বা নেবে খোঁজ ।
সহজ মত মেনে নেয় যতো সুখের পায়রা -
অনুভবে জানে না, এ জ্বালায় পড়েনি যাঁরা ।
কালে কালে এ দৃশ্য সংসারে দুর্দিনে ফলে
বিপত্তিতে হানাহানী দ্বন্দ্ব জাতপাত ভুলে
মাত্র একটু সান্ত্বনা তরে সাহয্যে যদি দাঁড়ায় -
মানুষই দুঃখীর কাছে প্রভু রূপে দেখা দেয়  ।


(ইং-১৬-০৫-২০২০)