জীবনমান নানা রূপ- ছল
খল, শক্তিধর, জলে -স্থল ,
কালে, স্বার্থে আঘাত হলে
হঠাৎ স্বার্থী বহ্নিসম জ্বলে !


তাকে দিলে সুবুদ্ধি বা জ্ঞান
সৎ-এর সে দগ্ধ করে পরাণ ,
বাপকে ডাকাডাকি অকালে
মরণকাঁটা বেঁধে যেন গলে ।


আগে ,স্বার্থীর হোক পূরণ আশ
এ মৌকা নাদিলে হবে সর্বনাশ ,
স্বার্থী ,খল , সমাজে তারা দৃঢ় -
সে দর্পী মোড়ল ,আজ বড়ো ।


(ইং-০৩-০৭-২০২০)
*-হিন্দী শব্দ, মৌকা > সুযোগ ।