ব্যাঙের ছাতায় বিশ্বাসঘাতক ,
জেগে উঠিছে হাজারে শতক ;
মা-বহিন, তার কেউ না ,
সে মানী ! বাজায় স্বার্থ শিঙা ।
ওরা যে অমর রক্তবীজ
বিষাক্ত কীটাণু অদ্ভূত চিজ্ !


সমাজের ঘুণ, শুভরে করে ক্ষয় ,
ঘরের শত্রু বিভীষণ অধর্ম ময় ।
শ্রী-রূপ-সৌন্দর্য্য, তারে করা বিনাশ -
পৈশাচিক ভান্ ,উচ্ছ্বসিত অট্টহাস ।
নিপুন ঠগ, জালিয়াতের মহাজন -
কুকার্য সবি, অপহরণ সম্পদ-ধন ।


বাগায় পদটি সেরামত সদাই ,
তিনি দেশের যেন ঘর জামাই !
জনতা প্রায়ই তার দ্বারে প্রাতে
ভয়ে মিন্নত মাঁগে মাথা নতে ।
বিশ্বাসঘাতক পয়সায় পসার ভারী ,
তারাই দেবতা প্রবঞ্চণায়, শ্রীহরি ।


(ইং-০৭-১২-২০১৮)
*-চিজ্ > বস্তু ।
*-প্রিয়কবি খলিলুর রহমান মহাশয়ের কাব্য “বিশ্বাসঘাতক”, তাঁর কাব্যে, বর্তমান সমাজের অবনতির এক পক্ষ সুন্দর করে উপস্থাপনা করেছেন । সে কাব্যে প্রভাবিত, অতি মুগ্ধ হয়ে মন্তব্য লিখতে যেয়ে তার উপর এই কবিতাটি লিখি । কবিতাটি তাঁর নামে সাদর অর্পণ করিলাম ।