ধরা এক জুয়ার আড্ডা-ঠাঁই ,
খেলায় যে মহারথী -ঘুঘু
চতুরের ভাগে মণ্ডামিঠাই ,
বাকিরা জলে হাবুডুবু ।


ছলনায় পরিপক্ক, ব্যবসা করে
সুনিয়োজিত কর্ম ধরে ,
সে লাভবান, ঠগনীতির জোরে
চোরাপথে ভাণ্ড ভরে ।


ছলের কলে ফাঁসে সকলে
সাধারণ হয় তার শিকার ,
অঢেল দেখি হারার দলে
জীবন-যন্ত্রণা, বিস্তর ।


পুকুরে পাতা মাছের জাল
সাধ্য কার ! অধরা তথায়
নিরীহ মাছের পোড়ে কপাল ,
এছাড়া নাই যে উপায় ।


মাছের তেলে মাছ ভাজে
শক্তি বাড়িয়ে মাতে -
বেজায় ক্রূর সমাজ মাঝে
জনতা হিমশিম তাতে ।


(ইং-১৬-১২-২০১৯)