সুধী জনে এক মনে, করি যে বিনতি -
আদর ভাবনা রাখ, নেতাজন প্রতি ।
ক্ষমতাবান সুবেশা, তাঁরা যে ধরায় -
তাঁদের দয়ায় তাই, বাঁচা-মরা তায় !


বাড়ির ভাত খেয়ে ,জঙ্গলের মহিষ -
বৃথা কেন তাঁরা তাড়াবে, হয়ে সহিস ?
কেন সমাজ মঙ্গলে, খুব কাজ তবে ?
প্রতি কাজ, স্বার্থ লোভ ভরা স্বভাবে ।


অনেক খড়-কুটো পুড়িয়ে, নেতা হয় -
কু-কথার ফুলঝুরি, তাঁরা যে উড়ায় ,
এছাড়া তাঁর নেই আর কোন ব্যবসা -
জীবনে রাজনীতি তাঁর বড়ো ভরসা !


যেমনি সুযোগ ধরে, কেবল দু’হাতে -
অমনি সে তৎপর আখের গোছাতে ,
অযথা করো না তাঁরে, কোন দোষারোপ -
ওরাই করুক দেশে, খুব সুখ ভোগ !


মাগো, ওরা পরম পবিত্র এ ধরায় ,
হে দেশ মা !তাঁরে মঙ্গলে রেখ সহায় ।
তাঁর তরে যুগিয়ো ,পবিত্র গঙ্গাজল ,
সে বাঁচুক শত বর্ষ, নিয়ে মনোবল ।


(ইং-১৩-০১-২০১৮)