হে রাজন ! এবার হেঁয়ালি ছাড় -
শক্ত হাতে পুঁজিবাদ ধরো ,
না রহিবে বাঁশ, না-রবে বাঁশরী !
উপায়টি ধরো, তাড়াতাড়ি ।


অদ্ভূত সব দেখাও খেল
খাজনা-পাাতি- বাড়াও অঢেল ,
চাকরি-বাকরি শিকেয় তোল
ব্যাপক হারে জেল খোল !


পূঁজির ধারায় মন্ত্র বলো -
ইন্ধন মূল্য বাড়িয়ে চলো ,
ত্রাহি-ত্রাহি উঠুক রব -
করে দেখাও, সব সম্ভব ।


বলো শুধু , ছলনার বোল
উঠুক না দেশে ক্রন্দন রোল !
দেখ না দুঃখীর- গরীব দশা
আরো খেল- পুঁজির পাশা !
ছেঁটে-ছেঁটে বড়োর স্বার্থ ,
পূরণে হিত, হও চরিতার্থ ।


(ইং-০৮-০৯-২০১৮)